রাস্তার ধারে বসে ঠায় বসে রয়েছেন ওরা। নিজেদের হকের পাওনা বুঝে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন রাজপথের ধারে, ত্রিপল টাঙিয়ে। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাও। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ঠায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
এদিন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বাসে চেপে তাঁরা রওনা দেন চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বঞ্চিত চাকরিপ্রার্থীদের পুজোর সময় মনে হয় এখানেই বসতে হবে। আমরা ওদের পাশে আছি।” সেই সঙ্গে আক্রমণ শানান গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের দিকেও। বলেন, “পার্থ-কেষ্ট এদের শেষ জীবনটা জেলেই কাটাতে হবে।”
চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারীরা। মুখ্যমন্ত্রী সম্প্রতি দুর্গাপুজোর সময়ে চা-বিস্কুট, ঘুঘনি নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়েও খোঁচা দেন বিরোধী দলনেতা। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানান, তাঁদের আন্দোলনের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে গিয়েছে। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। ববিতা সরকার যেভাবে আইনি লড়াই করেছেন, সেই ভূমিকারও প্রশংসা করেন বিরোধী দলনেতা।
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সবরকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। আশ্বাস দেন, “আপনাদের লড়াই ন্যায্য লড়াই। আমাদের বিশ্লাস, আজ না হোক কাল, আপনারা নিয়োগ পাবেন।” পাশাপাশি চাকরিপ্রার্থীদের স্লোগানের সঙ্গে গলা মেলান শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতার থেকে আশ্বাস পেয়ে কিছুটা মনে বল পেলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরাও। সব মিলিয়ে শুভেন্দুর নেতৃত্ব বিজেপি বিধায়ক দলের মাতঙ্গিনী হাজরার পাদদেশে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করায়, আগামী দিনে ঘটনা পরম্পরা কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের।
Be the first to comment