নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের খেলা সম্পন্ন হলো। এবারে হবে নক আউটের খেলা। শেষ আটটা দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। রাহুল দ্রাবিড়ের কোচিং-এ ভারতীয় দল গ্রুপের সব ম্যাচ দুর্দান্ত ভাবে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিদ্বন্ধী বাংলাদেশ। এছাড়াও শেষ আটে প্রথম দল হিসাবে যোগ্যতা অর্জন করেছে আফগানরা। তারা পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারায় কিন্তু আয়ার্ল্যান্ডের কাছে হেরে যায়। গতবারের চ্যাম্পিয়ান উইন্ডিজ দল গ্রুপ থেকেই এবার বিদায় নিয়েছে। তাদের গ্রুপ থেকেই নক আউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ২৩শে জানুয়ারী থেকে ২৬শে জানুয়ারী পর্যন্ত এই খেলাগুলো হবে। বিস্তারিত দেওয়া হলো –
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
২৩শে জানুয়ারি- ইংল্যান্ড : অস্ট্রেলিয়া
২৪শে জানুয়ারি -পাকিস্তান : দক্ষিণ আফ্রিকা
২৬শে জানুয়ারি- নিউজিল্যান্ড: আফগানিস্তান
২৬শে জানুয়ারি- ভারত : বাংলাদেশ
Be the first to comment