রাত দেড়টা নাগাদ দমদমের গোরাবাজারে বিধ্বংসী আগুন লাগে। তার কিছুক্ষণ পরেই আগুন বাজার সংলগ্ন একটি বিল্ডিংয়ে থাকা একটি ব্যাঙ্কেও ছড়িয়ে পড়ে। ব্যাঙ্কের এসি মেশিনে আগুন লেগে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। বাজারের সাথে সংযুক্ত একটি চায়ের দোকানে আগুন লাগেনি, কিন্তু প্রচন্ড ধোঁয়া ঐ চায়ের দোকানের ভেতর প্রবেশ করে। দোকানে শুয়ে ছিলেন এক ব্যক্তি। তীব্র ধোঁয়াতে দমবন্ধ হয়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়।
বাজারে প্রায় দেড়শটির বেশি দোকান ও গুদাম আগুনের গ্রাসে ভস্মীভূত হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষ্যে বাজারে মজুত করা ছিল প্রচুর সামগ্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীরা বেশ সমস্যায় পড়েন। সম্পূর্ণ বাজার ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।
Be the first to comment