আজকের দিন

Spread the love

দিলীপকুমার রায়

(জন্মঃ জানুয়ারি ২২,১৮৯৭ – মৃত্যু জানুয়ারি ৬, ১৯৮০)
তিনি একজন বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।

তাঁর পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। সাহিত্যের নানান শাখায় তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গীত বিষয়ে তাঁর মতবিনিময় ঐতিহাসিক খ্যাতি লাভ করেছে। অতুলপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ছিল।

তিনি সঙ্গীতশিক্ষা লাভ করেন সুরেন্দ্রনাথ মজুমদার, রাধিকাপ্রসাদ গোস্বামী ও অচ্ছন বাঈ-এর কাছে। পাশ্চাত্য সঙ্গীতেও তিনি জনপ্রিয় ছিলেন।

রোজদিনের পক্ষ থেকে জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

নম্রতা শিরোদকর

(জন্ম ২২ জানুয়ারি ১৯৬৯)
তিনি একজন বলিউড অভিনেত্রী , প্রযোজক ও প্রাক্তন মডেল। তিনি ১৯৯৩ তে উনি ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয় করেন।

কাচ্চে ধাগে, এঝুপুন্না থারাকান , বাস্তব, দ্যা রিয়েলিটি, পুকার , যে কাজগুলির জন্য তিনি আই আই এফ এ সেরা সহ অভিনেত্রী পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অস্তিত্ব , দিল ভিল প্যার ভ্যার, এল ও সি কারগিল, এবং দ্বিভাষিক ব্রাইড এন্ড প্রেজুডিশ , যা গ্রেইট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যে খুব জনপ্রিয়তা পেয়েছিল।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সের্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইন

জন্মঃ ২২ জানুয়ারি, ১৮৯৮ – ১১ ফেব্রুয়ারি, ১৯৪৮ তিনি সোভিয়েতের এক বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক। আটটি ছবি করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ‘চিত্র পরিচালক আখ্যায়িত হন তিনি।

দিনিভ্‌নিক গ্লুমভা, স্ত্রাচ্‌কা, ব্রনিয়েনোসেৎস পটিয়োমকিন‎, অক্টোবর: দিসিত দিনি কাতরয় পুত্রিস্লি মির, স্ত্রারয় ই নোভয়, দাজদ্রোভোয়েত মেক্সিকা!, বিঝিন ওগ, আলেক্সান্দ্‌র নেভ্‌স্কি, ইভান গ্রোজ্‌নি ইত্যাদি তাঁর বিখ্যাত চলচ্চিত্র।

রোজদিনের পক্ষ থেকে জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*