ফেসবুক মিলিয়ে দিয়েছে পুরনো বন্ধুদের, তাই এবার তাদের সরস্বতী পুজোর থিম ‘Facebook’

Spread the love

বর্ধমানের মেমারীর মোনালিসা ক্লাবের সরস্বতী পুজোর থিম ফেসবুক। উল্লেখ্য এখানে বলা ভাল ১৯৮৭ তে সরস্বতী পুজো শুরু বর্ধমানের মেমারীর মোনালিসা ক্লাবের। নতুন পুজো, নতুন উৎসাহে পথ চলা শুরু একদল বাচ্চা ছেলের। পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তোলা থেকে রাত জাগা, জীবনের সেই তো শুরু।
খুশির অনুভূতিতেই কেটে যায় বেশ কয়েকটা বছর। তারপর যা হয়, জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে ক্লাবের সব সদস্য। থাকার ঠিকানাও পাল্টে যায় অনেকের। কর্ম তাগিদে কেউ কলকাতায়, কেউ দেশের অন্য রাজ্যে, কাউকে আবার পাড়ি দিতে হয় বিদেশেও। সবাইকেই ছড়িয়ে যেতে হয় জীবন যুদ্ধের লড়াইয়ে।
প্রায় ১৬ বছর পুজোর পর ২০০৩ সালে বন্ধ হয় মোনালিসা ক্লাবের সরস্বতী পুজো। বন্ধুদের যোগাযোগও কমে যায়।
তবে ২০১৮, যুগ পাল্টেছে। আধুনিকতার ছোঁয়া লেগেছে। বলা ভাল অনলাইনে এখন দশকর্মা সামগ্রী মিলছে বর্তমান যুগে। ডিজিটাল যুগে ঢুকে পড়েছে মানব সভ্যতা।
ফেসবুকের কল্যাণে এখন দূর বলে কিছু নেই। ১৫ বছর পর পুরোনো বন্ধুদের আবার এক এক করে মিলিয়ে দিল মার্ক জুকারবার্গের ফেসবুক।
জীবনে প্রতিষ্ঠিত হবার যুদ্ধ শেষ। ফেসবুক এর সৌজন্যে আবার সব বন্ধুরা এক। সঙ্গে বুক ভরা পুরোনো স্মৃতি। ২০১৮ তে আবার শুরু সেই সরস্বতী পুজো। আর এবারের থিম Facebook.
ফেসবুকের কল্যানে আবার এক হওয়া মোনালিসাদের।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*