ফের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে হুমকি ফোন। ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল রিলায়েন্স (Reliance) কর্ণধার মুকেশ অম্বানিকে। গত বারের মতোই অবশ্য মুকেশ একা নন, খুনের হুমকি দেওয়া হয়েছে মুকেশের স্ত্রী নীতা, দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানিকেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ১২টা বেজে ৫৭ মিনিট নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন করে হুমকি দেয়। হাসপাতাল ওড়ানোরও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফোন করে বলা হয় ধনকুবের মুকেশ ও তাঁর স্ত্রী ও দুই পুত্রকে খুন করা হবে। এই ঘটনায় ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এই বিষয়ে এখনও মুখ খোলেনি তদন্তকারীরা।
উল্লেখ্য, চলতি বছরের অগস্ট মাসে মুম্বইয়ের এই হাসপাতালেই হুমকি ফোন এসেছিল। সেবার আটবার হুমকি ফোন এসেছিল বলে অভিযোগ জানিয়েছিল হাসপাতালের কর্মীরা। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে আটক করেছিল পুলিশ। উত্তর মুম্বইয়ের দাহিসার এলাকা থেকে আফজলকে আটক করে পুলিশ।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় একটি স্করপিও গাড়ি। সেটি থেকে ২০ টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে উদ্ধার হয়েছিল একটি হুমকি চিঠি। সেই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একের পর এক প্রাণনাশের হুমকি ঘটনায় মুকেশ আম্বানির নিরাপত্তা নিয়ে চিন্তিত মুম্বই পুলিশ।
Be the first to comment