পুজোর কার্নিভ্যালে জনজোয়ার, শহরের কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ? জানুন!

Durga puja Carnival at Red Road on Tuesday. Express photo. 03.10.17
Spread the love

করোনার জেরে গত দু’বছর বন্ধ ছিল পুজোর কার্নিভ্যাল। অবশেষে আজ, শনিবার স্বমহিমায় ফিরছে শারদোৎসবের রেড রোড। দুপুর গড়ালেই শুরু কার্নিভ্যাল। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভ্যাল। যাতে অংশ নেবে ৯৫টি পুজো কমিটি। এই এলাহি আয়োজনের জন্য শহরের বিভিন্ন এলাকার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে একাধিক রাস্তা। ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যে। আবার অনেক জায়গায় পার্কিংয়ের জারি থাকবে নিষেধাজ্ঞা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পথে যান নিয়ন্ত্রিত হবে।

এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন বেলা ১২টা থেকে যান চলে চলাচল নিয়ন্ত্রিত হবে। বেলা ২টো থেকে বন্ধ থাকবে কুইন্সওয়ে, পলাশী রোড ও ধর্মতলা। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, পশ্চিমমুখী মেয়ো রোড ও হসপিটাল রোড।

বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড, সেন্ট্রাল এভিনিউ। এছাড়া ধর্মতলা, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে পার্কিংয়ের উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।

তবে পুজোপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে দিনভর থাকবে অস্বস্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*