এবার কি আরও চাপে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল? এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারের খুনের ঘটনায় শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট স্বস্তি দিয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ ছিল হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। আগামিকাল (সোমবার) এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি সুধাংশু ধূলিয়ার বেঞ্চে শুনানি হবে।
ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে যে আইনি রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে গেল সিবিআই। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের এই পদক্ষেপ ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গরুপাচার মামলার পর কি এবার ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নতুন তৎপরতা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।
Be the first to comment