এখন পর্যন্ত যত গ্রেফতার হয়েছে, তাঁদের থেকে বেশি দুর্নীতিপরায়ণ মানিক

Spread the love

মানিক ভট্টাচার্য আপাতত ইডি-র জালে। তিনি পলাশীপাড়ার বিধায়ক। পলাশীপাড়াতেই তাঁর পৈত্রিক ভিটে। তাঁকে অনেকটাই কাছ থেকে দেখেছেন সেখানকার মানুষ। মানিকের গ্রেফতারির পর কী বলছেন তাঁরা? পলাশীপাড়া গ্রামে এখন থমথমে একটা ব্যাপার। মোড়গুলিতে অত্যুৎসাহী বাসিন্দাদের ভিড়। চায়ের দোকানে জোর চর্চা।

মানিক গ্রেফতারিতে আজ সোচ্চার সেখানকার বাসিন্দারা। প্রকাশ্যেই ক্যামেরার সামনে মুখ খুলেছেন তাঁরা। কেউ দ্বিধাবোধ করেননি কিছুটাও। বছর ষাটেকের এক ব্যক্তি বললেন, “এই গ্রেফতারি অনেক আগে প্রয়োজন ছিল। যাঁরা এখনও পর্যন্ত দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন, তাঁদের থেকেও বেশি দুর্নীতি গ্রস্ত মানিক ভট্টাচার্য। কারণ শিক্ষা নিয়ে দুর্নীতি করেছেন। এখানে মিড ডে মিলে বাজে খাবার, বাজে কাপড় দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কি কোনওভাবে মেনে নেওয়া যায়? এখানকার স্কুলগুলিতে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছে,তাঁরা অযোগ্য।”

কেউ আবার বলছেন, দুর্নীতিতে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। যাতে আর কেউ এমন কাজ করতে না পারেন। দেখেই ভয় পায়। আরেক বাসিন্দা বললেন, “টেট যারা দিয়েছিলেন, যথাযথ প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এখানে স্কুলগুলোতে ভাল শিক্ষকই নেই। শাস্তি এমন হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন দুর্নীতি করতে ভয় পান।”

আবার আরেক জন বলছেন, “আইনের ব্যাপারটা বলতে পারব না। তবে মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন, গোটা গ্রাম ভারাক্রান্ত। রাস্তা, স্কুল তাঁরই অবদান।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*