বারুইপুরে থানায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত থানার ভিতরে থাকা একাধিক পুলিশের জিপ-গাড়ি। পুড়ে খাক একাধিক বাইকও। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। জানা যাচ্ছে, বারুইপুর চাম্পাহাটি হারালের একটি বেআইনি বাজি কারখানায় বুধবার অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পুলিশ বাজির মসলা ও কেমিক্যাল-বিস্ফোরক উদ্ধার করে। সেগুলি প্রাথমিকভাবে থানার গুদাম ঘরে মজুত ছিল বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে সেই বিস্ফোরকের ড্রাম থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সকালে বিকট একটা শব্দ হয়। থানার ভিতরে তখন অনেক কর্মীই ছিলেন। তাঁরা বেরিয়ে এসে দেখেন, বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে খাক হয়ে যায় থানার ভিতরে রাখা একাধিক পুলিশের গাড়ি ও বাইক।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুরের এসডিপিও। পুলিশ আধিকারিক বলেন, “বেআইনি বাজি কারখানায় তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়। সেগুলি থানায় এনে রাখা হয়। সকালে সেখান থেকেই বিস্ফোরণ হয়।” তবে বাজির বিস্ফোরকে কীভাবে আগুন লাগল, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
অন্যদিকে, ক্যানিংয়ে মধ্য়রাতে মাতলা ব্রিজের কাছে পর পর ১০টি দোকানে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। শর্ট সার্কিট থেকেই সেখানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
Be the first to comment