CBI-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিলেন, আজ মানিকের মামলার ‘সুপ্রিম রায়দান’

Spread the love

সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের দায়ের করার মামলার রায়দান। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে রায়দান হবে। রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন মানিক। ৩০ সেপ্টেম্বর রায়দান স্থগিত রাখে আদালত। যদিও এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। ইডির বিরুদ্বে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষরক্ষা হয়নি মানিকের।

আজ সকাল সাড়ে ১০টায় খুলবে দেশের সর্বোচ্চ আদালত। তারপর হবে রায়দান। ৩০ শে সেপ্টেম্বর প্রায় আড়াই ঘণ্টার শুনানি হয়। সেই সময় মানিকের পক্ষে সওয়াল করেন তাঁর আইনজীবী মুকুল রোহাতগি। বলেন, ‘আমার মক্কেল হাইকোর্টে তাঁর ও পরিবারের সম্পত্তির পূর্ণ বিবরণ দিয়েছেন। সব উত্তর দেওয়া হয়েছে।’ সেই মামলারই রায়দান আজ।

প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ও রাজ্য। পুজোর আগে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির শেষ হয়। তবে রায় ঘোষণা স্তগিত রাখা হয় কোর্টে। তখনই মানিক ভট্টাচার্যকে অন্তবর্তী রক্ষাকবচ দেয় আদালত। যার কারণে ফলে পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা সিবিআই।

তবে সিবিআই গ্রেফতার না করলেও আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যে মানিককে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তাদের হেফাজতেই রয়েছেন তৃণমূল বিধায়ক। একই মামলায় আদালতের রক্ষাকবচের পরও, ইডি কেন গ্রেফতার করল এই প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। আজ এই মামলারই শুনানি রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*