দলের কোর কমিটিতে জায়গা পাননি। দায়িত্ব খানিকটা কমানো হয়েছে তাঁর। রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আর তার ঠিক পরের দিনই পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
২১ এর বিধানসভা ভোটের পর গোহারা হারের পর বঙ্গ পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সোমবার বাংলার জন্য নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকি দায়িত্ব বন্টনেও আনা হয়েছে বদল। দলের শীর্ষ নেতৃত্বরা অনেকেই বাদ পড়েছেন কোর কমিটিতে। তারপরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বতে শুরু হয়েছে কোন্দল। যার জেরে দায়িত্ব পাওয়ার পরের দিনই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ সৌমিত্র খাঁ।
যদিও এ বিষয়ে মুখ খোলেননি দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জানা নেই তাঁর।
Be the first to comment