কেদারনাথে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরুরচট্টিতে ভেঙে পড়ে কপ্টারটি। সেই সময় দুই পাইল-সহ ৬ জন যাত্রী ছিলেন এই কপ্টারে। বেসরকারি সংস্থার এই হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেদারনাথ থেকে ২ কিলোমিটার দূরের একটি চটিতে কপ্টারটি ভেঙে পড়ে। জানা গিয়েছে, কেদারনাথ থেকে কপ্টারটি ফিরছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে যে ছবি সামনে এসেছে, তাতে পাহাড়ের ধারে কপ্টারের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গিয়েছে। সকাল থেকেই চারদিক কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। তবে যেহেতু উড়ানে দুর্ঘটনা, সংশ্লিষ্ট বিভাগ এর তদন্ত করবে।
Be the first to comment