সারা দেশজুড়ে মানুষেরা যখন বাগদেবীর আরধনা নিয়ে ব্যস্ত, ২০১৮ সালের বসন্ত উদযাপন করছে, তখন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় রবিবার সরস্বতী দেবীর মূর্তি পুজা বন্ধ করে প্যান্ডেলে আগুন লাগানো হয়েছে। কতকগুলো সমাজবিরোধী পুজো প্যান্ডেলে আগুন লাগিয়েছে কারণ স্থানীয় পাড়ার ক্লাবের সদস্যরা তাদের মদের দোকান একটু আগে বন্ধ করে দিতে বলেছিলো। ঘটনাটি ঘটেছে হাওড়া দাশনগরের বালটিকুরি এলাকায়। এলাকার কিছু সমাজবিরোধী পূজা পান্ডাল এবং দেবী সরস্বতী মূর্তিতে আগুন লাগিয়েছে।
২১শে জানুয়ারী, বালটিকুরি এলাকার গ্রীন স্টার ক্লাবের সদস্যরা তাদের ক্লাবের পুজোর সব কিছু আয়োজন সম্পূর্ণ করে বাড়ি চলে যায়। মধ্যরাত ২ টার পর বাড়ি চলে যায়। এর এক ঘন্টার মধ্যেই এই ভয়াবহ ঘটনাটি ঘটে। গ্রীন স্টার ক্লাবটি গত ২৫ বছর ধরে এই পুজো করে আসছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য স্থানীয়দের কাছে অবিলম্বে কিছু জলের বাকেট থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় লোকেরা পুলিশকে এই ব্যাপারে অভিযোগ করেন। পুজোর উদ্যোক্তাদের মতে, সমাজবিরোধীরা এখানে একটি বে-আইনী মদের দোকান সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মর জন্য এই রকম নক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ছবিঃ এ এন আই ট্যুইটার থেকে
Be the first to comment