আজই কংগ্রেসের নয়া সভাপতির নাম ঘোষণা

Spread the love

কাউন্টডাউন শেষ। বুধবারই দলের নয়া সভাপতি পেতে চলেছে কংগ্রেস। ২০১৯ সালে রাহুল গান্ধীর ইস্তফার পর থেকেই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন সনিয়া গান্ধী। কিন্তু সংগঠনকে মজবুত করার জন্য নতুন সভাপতির দাবি জানিয়েছিলেন দলীয় কর্মীরা। সেই দাবি মেনেই চলতি সপ্তাহের সোমবার, ১৭ অক্টোবর কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। দুপুর ৩টে বা ৪টে নাগাদ চূড়ান্ত ফল ঘোষণা হতে পারে। কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনের ফল ঘোষণার সময় কংগ্রেসের সদর দফতরে উপস্থিত থাকবেন কংগ্রেসের দলনেত্রী তথা অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। তবে এবারের কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়ছেন না গান্ধী পরিবারের কোনও সদস্য। লড়াই হচ্ছে কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা- মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে। কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, তা এই দুই নেতার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে। নির্বাচনের ফল নিয়ে আশাবাদী দুই নেতাই।

যদিও মল্লিকার্জুন খাড়গেই যে ভোটে জিতে কংগ্রেসের সভাপতি হচ্ছেন, তা বলছে সমীক্ষার রিপোর্ট। একই সঙ্গে, সভাপতি হয়েই মল্লিকার্জুনকে জোড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*