৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নবান্ন সভাঘরে হবে সেই বৈঠক। অমিত শাহের সভাপতিত্বে সেই বৈঠকে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সিকিম এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর।

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের। বৈঠকে অংশ নেওয়ার কথা চার রাজ্যের মুখ্যমন্ত্রীর। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখোমুখি আলোচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অবশ্য এর আগেও নবান্ন সভাঘরে এই বৈঠক হয়েছে। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং। তাঁর নেতৃত্বেই এই বৈঠক হয়েছিল। এই ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে মূলত পূর্ব ভারতের পাঁচ রাজ্যের নিরাপত্তা, আন্তঃরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এবারেও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার ভিত্তিত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, আন্তঃরাজ্য সীমানায় পাচারের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে রাজ্য সরকার। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি বেশ কয়েকবার অভিযোগ করতে শোনা গিয়েছে, ভিনরাজ্য থেকে গরু, কয়লা এবং অন্যান্য সামগ্রী বাংলার মাধ্যমে বাংলাদেশে চালান করছে দুষ্কৃতীরা। রাজ্য সরকার সীমিত ক্ষমতায় এই পাচার চক্র রুখে দেওয়ার চেষ্টা করলেও, আইনের যাঁতাকলে তা আদপে সম্ভব হচ্ছে না। ওই বিষয়টি নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*