ভারতে কর্মসংস্থান পরিস্থিতি উদ্বেগজনক, মন্তব্য রঘুরাম রাজনের

Spread the love

ভারতে কর্মসংস্থান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এই বিষয়ে তাঁর পরামর্শ, এই বিষয়ে এখনই নজর দিক সরকার। আহমেদাবাদে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে’ এক অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রঘুরাম। তিনি বলেন, শ্রমপ্রধান চাকরিকে সমর্থন করতে হবে সরকারকে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি মনে করছি পরিস্থিতি উদ্বেগজনক।”

শ্রমপ্রধান চাকরি তথা ‘লেবার ইনটেনসিভ জবস’ নিয়ে রাজনের বক্তব্য, রেস্তোরাঁ, হোটেল, কৃষি, খনি এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলিতে বিপুল শ্রমের প্রয়োজন। এই ধরনের চাকরির মাধ্যমেই দেশের কর্মসংস্থানের খরা কাটানো সম্ভব।

এমনকী, দেশে যেভাবে মানুষ কৃষিক্ষেত্র ছেড়ে চাকরি ও নির্মাণকাজের দিকে ঝুঁকছে তা যে কোনও বর্ধিষ্ণু অর্থনীতির জন্য ভাল লক্ষণ নয় বলে মনে করছেন রঘুরাম। প্রাক্তন আরবিআই গভর্নর বলছেন, গত দুই বছরে আমরা লক্ষ্য করছি ফের কৃষিক্ষেত্রে ফিরছে মানুষ। সেই হিসেবে বেকারত্বের সংখ্যাও পুরেপুরি সঠিক নয় কারণ, এই হিসেবে কিন্তু কৃষিক্ষেত্রে ফিরে যাওয়া মানুষকে ধরা হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*