বাংলার মুকুটে নয়া পালক! অনলাইন বিল্ডিং প্ল্যানের অনুমোদনে মিলল স্কচ পুরস্কার

Spread the love

একইদিনে জোড়া স্কচ অ্যাওয়ার্ড। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার জিতেছে রাজ্য সরকারের অন্যতম ফ্লাগ শিপ ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরও স্কচ পুরস্কার পেয়েছে। নবান্ন সূত্রে খবর, এক জানলা পদ্ধতির মাধ্যমে ‘অনলাইনে বাড়ির নকশা অনুমোদন’ পরিষেবা দেওয়ার জন্যই এই পুরস্কার পাওয়া গিয়েছে।

বাংলার ২০২১ সালে অগাস্ট থেকে রাজ্যে ১২৭ টি পুরসভায় অনলাইনে বাড়ির নকশা অনুমোদন দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১২ হাজার বাড়ির নকশা এই পদ্ধতিতে অনুমোদন পেয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। কলকাত পুরসভাতে এই পদ্ধতি অনেকদিন ধরেই আছে। এবার সুষ্ঠুভাবে সেই পরিষেবা চালানোর স্বীকৃতি হিসেবে মিলল স্কচ পুরস্কার। চলতি বছরেই শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘স্কচ’ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ‘স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট, ২০২১’ এই বিভাগে শিক্ষা ব্যবস্থায় প্রথম স্থান অধিকার করার জন্য এই সম্মান পেয়েছে রাজ্য। এ ছাড়াও পর্যটন দফতর পেয়েছে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*