উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার জামিন অযোগ্য মামলা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি এই ধরনের কথা বললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আর একাধিকবার নানা জায়গায় বক্তৃতা করতে গিয়ে শুভেন্দু এমন বিতর্কিত মন্তব্য করেছেন।
চলতি মাসের ২০ তারিখে আসানসোলে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। বলেন, হিন্দুরা না জাগলে আগামীতে ধর্ম পরিবর্তন করতে হবে।ফের ২৪ অক্টোবর নন্দকুমারের একটি ক্লাবের পুজোর অনুষ্ঠানে তিনি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। যার জেরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেন কাঁথি থানার আইনজীবী আবু সোহেল।
বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এই লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশের নোয়াখালিতে জেহাদিরা একদিনে ১০ হাজার হিন্দু খুন করেছিল, এবার লক্ষ্মীপুজোর দিন ঠিক একইভাবে মোমিনপুর-ইকবালপুর-খিদিরপুরে ১০০ হিন্দুর বাড়ি-দোকান ভেঙেছে, জ্বালিয়েছে। ৩০টা মোটরসাইকেল পুড়িয়েছে। বহু হিন্দুরা সেখানে আক্রান্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ২০ বছর আগে ওই এলাকায় হিন্দু জনসংখ্যা ছিল ৫০ শতাংশের বেশি। আর এখন মোমিনপুর, খিদিরপুর, ইকবালপুরে হিন্দু জনসংখ্যা ২০ শতাংশের নীচে নেমে এসেছে। এরা সন্ত্রাস করে, ভয় দেখিয়ে হিন্দুশুন্য করতে চায়।
তাঁর কথায়, হিন্দুশুন্য হলে তালিবান হবে, আফগানিস্তান হবে, বলবে ধর্ম ছাড়ো, দেহস ছাড়ো। পালাবেন কোথায়? ওদিকে পাকিস্তান, বাংলাদেশ আর এদিকে বঙ্গোপসাগর। হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নাহলে ইসলামিক কান্ট্রিতে গিয়ে মাথা নীচু করে ধর্ম পরিবর্তন করতে হবে। তিন এই প্রসঙ্গে টেনেই বলেন, ‘তাই এখনও যদি বাংলার হিন্দুরা না জাগেন, তবে জাগবেন কবে?’ এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই এবার জামিন অযোগ্য মামলা দায়ের হল শুভেন্দুর বিরুদ্ধে।
Be the first to comment