ছট পুজোতে বিহার জুড়ে নদী ও পুকুরে ডুবে মারা গিয়েছেন ৫৩ জন। মঙ্গলবার জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহারে চারদিন ধরে ছটপুজো পালিত হয়। সে সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী ও পুকুরের জলে ডুবে মারা গিয়েছেন ৫৩ জন। বিহার সরকারের তরফে জানানো হয়, ৩০ অক্টোবর পূর্ণিয়ায় ডুবে মারা গিয়েছেন ৫ জন। পাটনা, মুজফ্ফরনগর, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন করে পুণ্যার্থী মারা গিয়েছেন।গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। রাজ্য সরকারের ওই আধিকারিক বলেন, ‘‘উৎসবের শেষ দিন, ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন। যত দ্রুত সম্ভব মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।’’
পুজো উপলক্ষে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন নীতীশ কুমার।মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেন তিনি।
Be the first to comment