ফের বেলাগাম কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বর্ষীয়ান তৃণমূল নেতা। চাকরি দেওয়ার নামে যারা বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা তুলছে যারা, তাদের “ছারপোকার মতো টিপে মারা”র নিদান দিলেন মদন।
নিজের বিধানসভা এলাকার একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেববাজে চারপাশ ভরে গিয়েছে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলছে। এইসব চিটিংবাজদের পেলে ছারপোকার মতো টিপে মারুন। জমি, মায়ের গয়না বা রক্ত বিক্রির টাকা যারা চাকরি দেওয়ার নামে তুলে নিয়ে যায়, তাদের কোনও ক্ষমা নেই।”
এরপরই দেবী জগদ্ধাত্রীর সঙ্গে তাঁর নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন মদন মিত্র। তাঁর দাবি, চাকরি দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কথায়, “বেকার ছেলেমেয়েদের চাকরি চাই। প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে। চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দেবেন না। চাকরি যদি দেয় তাহলে ওই মালিক বসে আছেন মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী।”
Be the first to comment