বাংলার রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ু গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে এদিন যৌথভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ট্যালিন আমার ভাইয়ের মতো। আজ আমি তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে এসেছি। এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। আমাদের এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত নয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণে আমি এখানে এসেছি। চেন্নাই এসে আমি স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ না করে কিভাবে যেতে পারি? এখানে এসে আমি তার বাড়িতে তার সঙ্গে চেন্নাইয়ে জনপ্রিয় কফি খেয়েছি।”
পাশাপাশি দুজনের মধ্যে রাজনৈতিক আলোচনা সম্পর্কে সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুজন রাজনৈতিক নেতা যখন একত্রে বসেন সেখানে রাজনীতি নিয়ে আলোচনা তো হবেই। আমাদেরও হয়েছে। উন্নয়ন নিয়েও কথা হয়েছে। তবে আমি মনে করি রাজনীতির চেয়ে উন্নয়ন অনেক বড় জিনিস।”
Be the first to comment