বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির! মন্ত্রিসভার বৈঠকে পুলিশ ও প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

শান্ত বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে কোনোরকম গোষ্ঠী সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং পুলিশকে প্রতিটি এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আচমকা রাজ্যে ‘ডিসেম্বর’ ধুঁয়ো তুলতে চাইছে গেরুয়া শিবির। বর্তমান শাসকদল ডিসেম্বরের পর আর সরকার চালাতে পারবে না- বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্যের প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপপ্রচার চালাচ্ছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা এলাকায় থাকুন। জনপ্র তিনিধিদের এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।” পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে- নির্দেশ মমতার।

প্রশাসন যা নজর রাখার রাখছে। কিন্তু শুধু সেটা হলে হবে না। বাংলার শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে মন্ত্রিসভার সদস্য ও জনপ্রতিনিধিদের বাড়তি ভূমিকা নিতে হবে এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*