গোবিন্দভোগ চালে রফতানি শুল্ক বসানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় গোবিন্দভোগ চালের চাহিদা রয়েছে। পুজো-পার্বণে তার ব্যবহার হয়। তাই গোবিন্দভোগ চালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হোক।
সুগন্ধের জন্য বাসমতী চালের সঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হয় গোবিন্দভোগ চালের নাম। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও এই চালের চাহিদা আছে। সৌদি আরব, আমিরশাহি, কাতার-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই চালের চাহিদা রয়েছে। বাংলা থেকে নিয়মিত ওইসব দেশে রফতানি হয়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গোবিন্দভোগ চালের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এখন শুল্ক বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার চাষিরা। বাসমতী চালের উপর শুল্ক বসায়নি কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, তাহলে গোবিন্দভোগের ওপর কেন এই শুল্ক? তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment