পদ্মাবত নিয়ে অশান্তি অব্যহত, কারনি সেনার বিক্ষোভের কড়া সমালোচনা করলেন রেনুকা

Spread the love

‘পদ্মাবত’ নিয়ে সারা দেশে তুমুল শোরগোল। কারনি সেনার লাগাতার বিরোধ, বিক্ষোভ প্রদর্শন। সব মিলিয়ে পদ্মাবত মুক্তি নিয়ে জলঘোলা চলছেই । কারনি সেনার এই বিক্ষোভকেই সমালোচনা করলেন অভিনেত্রী রেণুকা সাহানে । সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কারনি সেনার বিক্ষোভের বিরুদ্ধে তোপ দাগলেন রেণুকা । জানা গিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রেণুকা ছবি আপলোড করে লিখেছেন, পদ্মাবত তবেই নিষিদ্ধ করা হবে যেদিন এদেশ থেকে ধর্ষণ, শ্লীলতাহানি, কন্যা ভ্রুণ হত্যা বন্ধ হবে। প্রসঙ্গত, পদ্মাবত ছবির মুক্তি ঘিরে বিরোধীতা করেন রাজপুত মহিলারা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে আত্মহুতির অনুমতি চাইলেন রাজপুত মহিলারা। প্রায় ১৬ হাজার মহিলা জওহর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন।

ছবির মুক্তির দিন ২৫ জানুয়ারি ঠিক হয়েছিল। কিন্তু তাতেও যেন বিতর্ক থামছে না পদ্মাবত নিয়ে । একের পর এক বিরোধ চলছেই এই ছবিকে ঘিরে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়ায় ছবির মুক্তি না পাওয়ার নির্দেশ জারি হয়েছে । আর এবার চিতোরগরের ক্ষত্রিয় পরিবারের মহিলারা ছবির মুক্তির প্রতিবাদ করে জানালেন, পদ্মাবত মুক্তি বন্ধ করা না হলে ‘জওহর’ অর্থাৎ আত্মহুতির পথ বেছে নেবে ক্ষত্রিয় মহিলারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*