প্রত্যাশামত স্কুলে স্কুলে শুরু নিয়োগ, প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এবার এক মাস যেতে না যেতেই কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। এবার হাসি ফুটল এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের মুখে।
পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে ‘সুপার নিউমেরিক্যাল’ ভাবে তৈরি শূন্য পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। এই বিষয়ে আলোচনা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনও নেওয়া হয়েছিল। শারীরশিক্ষার জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের ১৬০০ -রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া আগামী ১০ নভেম্বর থেকে শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন ।
মূলত, এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে স্কুল বাছাই ও নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কমিশনের তরফ থেকে বলা হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন। কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়ার তৎপরতা শুরু করছে এসএসসি।
Be the first to comment