আগামী সপ্তাহেই নদিয়া সফরে মুখ্যমন্ত্রী

Spread the love

উৎসবের মরশুম কার্যত শেষ। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে নদিয়া যাচ্ছেন মমতা। সেখানে তিনি রাজনৈতিক সভাও করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি করবেন ওই জেলার প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, সোমবার,৭ নভেম্বর কলকাতায় শহিদ মিনারে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তারপর দিন ৮ নভেম্বর কৃষ্ণনগর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পরদিন অর্থাৎ ৯ তারিখ সেখানে রাজনৈতিক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ১০ তারিখ রানাঘাটের হবিবপুরে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর তিনি ফিরবেন কলকাতায়। তৃণমূলের ডাকে ৯ তারিখ রাজনৈতিক জনসভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার দলীয় নেতৃত্ব। ওই মঞ্চ থেকে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে নিজের বার্তা তুলে ধরবেন তৃণমূল নেত্রী। সেই বার্তার দিকে নজর সকলের।

আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তৈরি হচ্ছে শাসক দলও। নদিয়া জেলার একাধিক জায়গা থেকে রয়েছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে যা তৃণমূলের কাছে যথেষ্ঠ উদ্বেগের বলেই দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক মহল মনে করছে, আরও একটি কারণে তৃণমূল নেত্রীর এবারের নদিয়া সফর গুরুত্ব পেতে চলেছে। তৃণমূলের একাংশের দাবি এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফের দেখা যেতে পারে মুকুল রায়কে। মুকুল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। বেশ কয়েক বছর পর এবার ভাইফোঁটায় মমতার কালীঘাটের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফোঁটাও নিয়েছিলেন মুকুল রায়। ফলে এক সময়কার সেকেন্ড ইন কম্যান্ডকে পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগাতে পারেন তৃণমূল সুপ্রিমো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*