আজ রাসপূর্ণিমা।আজ মঙ্গলবারই চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী ৩ বছর আর দেখা যাবে না। তাই গ্রহণ দেখার অপেক্ষায় প্রহর গুণছেন আগ্রহীরা। ভারত ছাড়াও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।
দিল্লিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২৮ মিনিটে গ্রহণ দেখা যাবে। সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। গ্রহণ চলবে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। দিল্লির মতো মুম্বইয়েও আংশিক গ্রহণ দেখার সুযোগ মিলবে। মুম্বইতে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে। নাগপুরে আংশিক গ্রহণ শুরু হবে বিকে ৫টা ৩২ মিনিটে। গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে।
নাসার তরফে জানানো হয়েছে, এদিনের গ্রহণের বিশ্বষত্ব হল লাল চাঁদ। পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’ চাঁদের এই লাল রঙ তৈরি করে। ঠিক যে কারণে সকালে নীল রঙের আকাশ দেখা যায়, সূর্যাস্তের সময় যে কারণে আকাশের একাংশ লালচে দেখায়, সেই কারণেই চাঁদের রঙও কখনও কখনও হয় লাল। নাসা জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই চাঁদের ওই রঙ চোখে পড়ে পৃথিবীবাসীর।
ভূ-বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, কলকাতা, গুয়াহাটির মতো দেশের পূর্ব প্রান্তের শহরগুলিতে মঙ্গলবার যখন চাঁদ উঠবে, তখন পূর্ণগ্রাস গ্রহণ চলবে। কিন্তু দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকা থেকে চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে।
প্রসঙ্গত, চলতি বছরেই দীপাবলির পরের দিন বছরের শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর একমাস যেতে না যেতেই বছরের শেষ চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস ।মঙ্গলবারের পর তিন বছর বাদে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চ।
Be the first to comment