জন্মদিনে লালকৃষ্ণ আদবানিকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন মোদি

Spread the love

৯৫ বছর বয়সে এখন আর রাজনীতিতে সক্রিয় নন লালকৃষ্ণ আদবানি। কিন্তু তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, ৮ নভেম্বর জন্মদিন আদবানির। জন্মদিনেই আদবানিকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন মোদি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও। সেখানে লাল গোলাপের তোড়া আদবানির হাতে তুলে দেন মোদি।

খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর পাশাপাশি চেয়ার-টেবিলে বসেও থাকতে দেখা গিয়েছে দু’জনকে। নিজেই ছবি সামনে এনেছেন মোদি। এ দিন সোশ্যাল মিডিয়াতেও আদবানিকে আলাদা করে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, ‘আদবানিজির বাড়িতে গিয়ে ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ওঁর। দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার জন্য দেশের সর্বত্র সমাদৃত উনি। বিজেপি-র খুঁটি মজবুত করতে ওঁর ভূমিকা অতুলনীয়। ওঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি’।

অটলবিহারি বাজপেয়ীর সরকারে ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন আদবানি। বিগত তিন দশকে বিজেপি-কে মূলস্রোতের রাজনীতিতে প্রতিষ্ঠা দেওয়ার নেপথ্যে আদবানির ভূমিকা অনস্বীকার্য।

আটের দশকে অযোধ্যায় রাম মন্দির আন্দোলনকে সব স্তরে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও আদবানিই ছিলেন। সেই দাবি নিয়ে তাঁর নেতৃত্বেই বেরিয়েছিল ‘রথযাত্রা’, যা রাজনীতিতে তাঁকে প্রতিষ্ঠা দেয়। আইন নিয়ে পড়াশোনা আদবানির। আজীবন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত থেকেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*