সিবিআই-এর পর এবার ইডির স্কযানারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। বুধবার ইডির দিল্লি অফিসে ডেকে পাঠানো হয়েছে রাজীবকে। অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এই ব্যবসায়ী। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া ইডি। এইনিয়ে পাঁচবার রাজীবকে তলব করল ইডি।
গত সোমবারও রাজীবকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ইডি দফতর থেকে বেরিয়ে হাসিমুখেই দেখা গিয়েছিল তাঁকে। জানা গেছে, বোলপুরের রাইস মিলের মালিক রাজোব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের স্ত্রীয়ের চিকিৎসার জন্য প্রায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন। এর আগে রাজীবের বাড়িতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা। যদিও এর সঙ্গে গরু পাচার মামলার কোনও কিছুই খুঁজে পাননি ইডি কর্তারা।
ইডি সূত্রের দাবি,রাজীবের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাই আবারও তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
Be the first to comment