মোদীর পকোড়া বিতর্ক পিছু ছাড়ছে না। মোদীর ওই মন্তব্যের প্রসঙ্গ টেনে এবার দেশের প্রধানমন্ত্রীকে একহাত নিলেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। মোদীকে সরাসরি কটাক্ষ করে হার্দিক বলেন, একজন চা বিক্রেতার থেকে এর চাইতে বেশি আর কিছু আশা করা যায় না। না। সম্প্রতি নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছিলেন এক বেসরকারি এক ব্যক্তি পকোড়া বেচে প্রতিদিন ২০০ টাকা রোজগার করে, তাকে কীভাবে বেকার বলা যায়?
পাশাপাশি হার্দিক আরও জানিয়েছেন, একমাত্র একজন চা বিক্রেতাই পারেন দেশের যুবসমাজকে চাকরি করার বদলে পকোড়া বিক্রি করার পরামর্শ দিতে। কিন্তু কোনও অর্থনীতিবিদের পক্ষে এই পরামর্শ যুবসমাজকে দেওয়া সম্ভব নয়।
Be the first to comment