১৫ নভেম্বর ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী

Spread the love

কালীপুজো কাটতেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির পর ১০ নভেম্বর কলকাতায় ফিরবেন তিনি। তারপরই যাবেন
ঝাড়গ্রামে।

নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যাবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ীতে একটি সভা করবেন। সেই দিনই তিনি ফিরে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম ঝটিকা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে।

গতকাল, মঙ্গলবার ছুটির দিন থাকলেও বেশকিছু দফতরের আধিকারিক অফিসে হাজির ছিলেন। নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে। জেলা নেতৃত্ব একসঙ্গে বসে পরিকল্পনা করবে। প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। বেলপাহাড়ীতে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*