২৪ ঘণ্টায় ৩ বার। মঙ্গলবার সকাল থেকেই পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালের পর রাতেও কেঁপে ওঠে নেপাল। এরপর ফের মধ্যরাতে আবারও ভূমিকম্পে দুলে ওঠে নেপাল। ভূমিকম্পের তীব্রতায় মধ্যরাতেই ঘর ছাড়েন অনেকে। ভূমিকম্পে এখনও অবধি ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, নেপালের পশ্চিমভাগেই ভূমিকম্পগুলি অনুভূত হয়েছে। গতকাল মোট তিনবার কম্পন অনুভূত হয়। এরমধ্যে দুটি ভূমিকম্প ও একটি আফটার শক ছিল। রাত ৯ টা ৭ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। এরপরে ফের ৯টা ৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয় রাত ২টো ১২ মিনিট নাগাদ।
ভূমিকম্পের জেরে নেপালের দোতি জেলায় তিনজনের মৃত্যুর খবর মিলেছে। একটি বাড়ি ভেঙে পড়েই ছ’জনের মৃত্যু হয়।আহত অনেকে।যদিও নেপাল সরকারের তরফে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা নিয়ে কোনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবরেও ভূমিকম্প হয়েছিল নেপালে। সেই সময় ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু। রাত প্রায় তিনটে নাগাদ ভূমিকম্প হয়েছিল। কাঠমাণ্ডু থেকে ৫৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তার আগে ৩১ জুলাইও ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।
Be the first to comment