শুরু হল শরীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং

Spread the love

কথা রাখল রাজ্যের তৃণমূল সরকার। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কর্মশিক্ষা ও শরীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হল। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে মোট ১,৬০০ চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১ হাজার ৬০০ শূন্যপদের মধ্যে শরীরশিক্ষায় শূন্যপদ রয়েছে ৭৫০টি, এবং কর্মশিক্ষার ক্ষেত্রে সেই সংখ্যা ৮৫০। যদিও এই পদগুলিতে অপেক্ষমান চাকরিপ্রার্থীর সংখ্যা ১ হাজার ৪০৪ জন। অর্থাৎ, হিসেবমতো এঁদের প্রত্যেকেরই নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর এঁদের সুপারিশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এসএসসি সূত্রের খবর, কাউন্সেলিংয়ের দিনই চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচন করা হতে পারে। দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ১৪০৯টি স্কুলে নিয়োগ করা হবে তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*