গরুপাচার মামলায় এবার অনুব্রতর জামাইবাবু , কমলকান্ত ঘোষকে তলব করল ইডি। আগামী শুক্রবারই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোল ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এর আগে এই রাইস মিল সংক্রান্ত বিষয়ে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠায় ইডি।
এর আগে অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় নামে ১৯ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরকেও তলব করেন ইডি আধিকারিকরা।বাদ যাননি অনুব্রতর হিসাবরক্ষকও। সকলকেই দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। তবে একাধিক একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেফারেন্স হিসাবে নাম রয়েছে কমলাকান্তের। এমনকি সেই সমস্ত ব্যক্তির ব্যাঙ্কের ফর্মও ফিলাপ করেছিলেন কমলাকান্তই বলে দাবি ইডির। সেই সূত্র ধরেই কমলাকান্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে, আজ ফের দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে । ইডি সূত্রে খবর, স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথম বার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের ঠিকঠাক উত্তর তিনি দেননি বলেই মনে করছে ইডি। তাই ফের তলব করা হয়েছে ওই ব্যবসায়ীকে।
Be the first to comment