বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে বাংলায় অনেকের নাম বাদ গিয়েছে। এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, রানাঘাটে নদিয়া জেলার প্রশাসনিক সভায় মমতা অভিযোগ করেন, বহু এলাকায় ধর্ম দেখে ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে।
২০২৩ সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, একবছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে ১২ হাজার ৫৭৭ জন কমে গিয়েছে। সেটা নিয়ে এদিন রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন। তাঁর অভিযোগ, “একটা ষড়যন্ত্র হচ্ছে। সীমান্ত এলাকায় কোনও কোনও জায়গায় ৩০ শতাংশ পর্যন্ত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে। এর থেকে শিক্ষা নিতে হবে।”
ভোটকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, “যারা ভোটার তালিকায় নাম তুলছেন, তারা নিয়ম মেনে তুলবেন। যাদের ১৮ বছর বয়স হয়েছে, বা হতে যাচ্ছে তাদের নাম যেন বাদ না যায়। সবার নামটা দয়া করে ভোটার তালিকায় তুলবেন। কারও নাম অন্য ধর্মের বলে বাদ দেবেন না।”
বুধবারই কৃষ্ণনগরের জনসভায় মমতা অভিযোগ করেন, “BJP অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের নিজেদের দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। ভোটার তালিকায় নাম না থাকলে কোনওরকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। আধার কার্ড-লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না।” বৃহস্পতিবার, সরাসরি ধর্মের নামে বিভেদ হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা।
Be the first to comment