এখনই ভাঙা হচ্ছে না নদিয়া জেলা। আপাতত রাজ্যের দুটি জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙা হবে। বৃহস্পতিবার রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অতগুলি নতুন জেলা তৈরির মতো পরিকাঠামো এখনই সরকারের নেই। আপাতত উত্তর ২৪ পরগনা ভেঙে বসিরহাট এবং দক্ষিণ ২৪ পরগনা ভেঙে সুন্দরবন জেলা করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রশাসনিক বৈঠকে নদিয়া জেলা ভাগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “অত অফিসার কোথায়? জেলা করতে গেলে তো অফিসার লাগবে। আমাদের হাতে এখন অত অফিসার নেই।“ এখনই নদিয়া জেলা নিয়ে কিছু ভাবা হচ্ছে না।
গত বছরের অগাস্টে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, নতুন ৭টি জেলা তৈরি হবে। সেখানে নদিয়াকে উত্তর এবং দক্ষিণে ভেঙে দুটি আলাদা জেলা করার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে এখনই নদিয়া ভাগের বিষয়ে কিছু হচ্ছে না।
Be the first to comment