প্রাচীন সৌরজগতের হদিশ মহাশূন্যে, টিম টিম করে জ্বলছে বামন নক্ষত্র!

বর্ণালী দাশগুপ্ত

Spread the love

ইউরোপিয়ান স্পেস এজেন্সির নজরদারিতে ধরা পড়েছে এক নয়া আবিষ্কার। মহাশূন্যে টিমটিম করে জ্বলতে দেখা গেছে বামন নক্ষত্র। সৌরমন্ডল ঐ নক্ষত্রটিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে। এই নয়া আবিষ্কার সম্পর্কে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাদের সূর্যেরও একদিন এমনই পরিস্থিতি আসবে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা। অবশ্য সেক্ষেত্রে সূর্যকে প্রদক্ষিণ করে চলা গ্রহগুলি একত্রে জড়ো হয়ে গ্রহ মন্ডলে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বামন নক্ষত্রটির সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে নক্ষত্রটির জ্বালানি প্রায় শেষের মুখে তাই এর জ্যোতি ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। এর বাহ্যিক আবরণ ইতিমধ্যেই খসে পড়া শুরু করেছে। অনেকটা সংকুচিত এবং ঠান্ডা হয়ে পড়েছে সেটি। আশঙ্কা করা হচ্ছে যে এই বামনাকৃতি নক্ষত্রের বয়স কমপক্ষে হাজার কোটি বছর।

আকাশগঙ্গা ছায়াপথের সব থেকে প্রাচীন এই সৌরজগৎটিতে ধ্বংসাবশেষ জড়ো হতে হতে একপ্রকার তুষারাবৃত এবং পাথুরে গ্রহমণ্ডল তৈরি হয়েছে। ক্রমাগত মহাজাগতিক কার্যকলাপের মধ্যেই সম্প্রতি যে নতুন আবিষ্কার সামনে এসেছে, তাতে আরও একটি সৌরজগতের হদিস পাওয়া গেছে। দেখা মিলেছে সৌরজগতের অবশিষ্টাংশের। এই সৌরজগতটির অবস্থান, পৃথিবী থেকে মাত্র ৯০ আলোকবর্ষ দূরে। এই সৌরজগৎটি ১৩৭০ কোটি বছরেরও আগে থেকেই মহাশূন্যে রয়েছে। আমাদের সৌরজগত থেকে যেদিন সূর্যের আলো একেবারে ক্ষীণ হয়ে পড়বে তখন যে প্রকার পরিস্থিতি সৃষ্টি হবে, ঠিক তেমনি অবস্থায় রয়েছে নয়া আবিষ্কৃত এই প্রাচীনতম সৌরজগৎটি। এখনো পর্যন্ত যত সৌরজগৎ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটিই সর্বাধিক প্রাচীন সৌরজগৎ বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*