রাজ্যে শুরু পারদ পতন। মেঘ রোদের খেলা উত্তরে, মাঝে মাঝে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা কমছে পশ্চিমের জেলাতেও। রবিবার থেকেই রাজ্যে বাড়বে শীত মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
মহানগরীতে শীত আসছে, শনিবারের ওয়েদার রিপোর্ট বলছে শহরের তাপমাত্রা এক ডিগ্রি কমেছে। ভোর থেকে হালকা একটা ঠান্ডার শিরশিরানি অনুভব করছে বঙ্গবাসী। আগামী দু’ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। সিকিমে হতে পারে তুষারপাত। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় গোটা রাজ্যে। ব্যতিক্রম উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই আজ থেকে শীতের উপভোগ করতে পারবে রাজ্যবাসী। কাল আরও নামবে পারদ। শীতের আমেজ ক্রমশ বাড়বে বাংলায়। উত্তরবঙ্গের সমতলের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে পুর্ভাবাস আলিপুর আবহাওয়া দফতরের। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ও শীতের অনুভূতি ক্রমশ বাড়বে বলি মনে করা হচ্ছে।
Be the first to comment