অবশেষে পদ হারিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির ২০জন সদস্য। প্রসঙ্গত, আপ বিধায়কদের সদস্যপদ খারিজের জন্য নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে। আর সেই সুপারিশেই সীলমোহর দেন রাষ্ট্রপতি। যেসমস্ত আপ বিধায়কেরা তাদের পদ খুইয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন অলকা লাম্বা, আদর্শ শাস্ত্রী, সঞ্জীব ঝা, রাজেশ গুপ্তা, কৈলাশ গেহলট, বিজেন্দ্র গর্গ, প্রবীণ কুমার, শরদ কুমার, মদন লাল খুফিয়া, শিব চরণ গোয়েল, সরিতা সিং, নরেশ যাদব, রাজেশ ঋষি, অনিল কুমার, সোম দত্ত, অবতার সিং, সুখবীর সিং দালা, মনোজ কুমার, নিতীন ত্যাগী এবং জারনেইল সিং।
যদিও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন। ঘটনাটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
Be the first to comment