গুজরাট নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এহেন পরিস্থিতির মাঝেই গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায় গেরুয়া শিবিরের গণতান্ত্রিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় অমিত শাহের সমালোচনার পাশাপাশি জেপি নাড্ডাকে ‘পুতুল’ সভাপতি বলে কটাক্ষ করলেন তিনি।
মঙ্গলবার দুপুরে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “একজন পুতুল আর একজন এই পুতুলকে নাচান। এই হল বিজেপির নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। অথচ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নীরব পুতুল হয়ে শুধুই দর্শক।” একই সঙ্গে তিনি লেখেন, “দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রের প্রতি তাদের কোন বিশ্বাস থাকতে পারে না।”
উল্লেখ্য, দীর্ঘদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলে এসেছেন অমিত শাহ। বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসলেও অলিখিতভাবে দলের রাশ আজও তার হাতে। তাই বিজেপির না না কর্মকাণ্ডে সর্বভারতীয় সভাপতিকে ওকে সিদ্ধান্ত নিতে দেখা যায় অমিত শাহকে। সেই ছবি এদিন ফুটে উঠলো গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এড়িয়ে গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করলেন শাহ। গণতন্ত্রবিহীন রাজনৈতিক দল বিজেপির এই কর্মকাণ্ডে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Be the first to comment