হাজরায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রাস্তার উপরে বসেই বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। ডিসি সাউস আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে ঘটনাস্থলে। রয়েছে প্রিজন ভ্যানও।
প্রায় প্রতিদিনই রাজপথে আন্দোলনে সামিল হচ্ছেন চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে একাটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই রকম আজও পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা এ দিন কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে হাজরার দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে আটক করে পুলিশ। একের পর চাকরি প্রার্থীকে টেনে-হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে।
এক আন্দোলনকারী বলেন, ‘আমরা দ্রুত নিয়োগ চাই। দ্রুত চাকরির আশ্বাস চাই। এতদিন পর্যন্ত আমরা পথে বসেছি। আন্দোলন করেছি। আমরা যোগ্য। তাও কেন আমরা চাকরি পাব না?’ আর এক আন্দোলনকারী বলেন, ‘দেখুন কী করছে ওরা। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য পথে আমরা আন্দোলন করছিলাম। তখন আমাদের পথ আটকায়।’
এদিন মহিলা বিক্ষোভকারীদের টানতে-টানতে গাড়িতে তোলে মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের নিগ্রহ করার অভিযোগ তোলেন এক মহিলা আন্দোলনকারী। এমনকী তাঁদের অভিযোগ, পুলিশ চিমটি কেটেছে। রীতিমত পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় তাঁদের।
Be the first to comment