ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সম্মানিত হলেন শাহরুখ খান

Spread the love

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সম্মানিত হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিখ্যাত গায়ক ও সুরকার স্যার এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেটে ব্ল্যানশেটও এবার সম্মানিত হলেন। ভারতে শিশু ও মহিলাদের অধিকার সুরক্ষায় প্রশংসনীয় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মির ফাউন্ডেশন। তারই সুবাদে এই  ক্রিস্টাল সম্মান। অমিতাভ বচ্চন, এ.আর.রহমান ও শাবানা আজমির পর চতুর্থ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন কিং খান।

এদিন ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ২৪ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত হয়ে শাহরুখ খান বলেন, আমি আপ্লুত। স্যার এলটন জন ও কেট ব্ল্যানশেটের মতো দুই ব্যক্তিত্বের সঙ্গে সম্মানিত হওয়া আমার কাছে সৌভাগ্যের। পাশাপাশি শাহরুখ আরও বলেন, মির ফাউন্ডেশনের মহিলা ও শিশুদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের সঙ্গে আমি কাজ করেছি। ওরাও আমার পাশে ছিল সব সময়। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এই খেতাব ওদেরই সাহসিকতার পরিচয়। আমি আমার মা, স্ত্রী ও মেয়েকে ধন্যবাদ জানাতে চাই। ওরা আমাকে সব সময় শিখিয়েছে জোর না করে, কীভাবে মেয়েদের সম্মান জানাতে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*