মামার বাড়িতে বেড়াতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল নাবালিকার। বল ভেবে খড়ের গাদাতে খেলতে গিয়েই এই খেলতে গিয়েছিল সে। আর তা ফেটেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইন পাড়ায়।
পুলিশ সূত্রে খবর, মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল কর্মী আব্দুল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর বেশকিছু আত্মীয়স্বজন। সেখানে তাঁর আট বছরের ভাগ্নি ঝুমা খাতুনও ছিল।
বুধবার সন্ধে ছ’টা নাগাদ খেলতে খেলতে খড়ের গাদায় বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখতে পায় ঝুমা। বল ভেবে সেটা কুড়োতে গিয়ে ঘটে যায় বিপত্তি। সে হাত দিতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
কিন্তু, কীভাবে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা পৌঁছল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই কী প্রাণ গেল নিষ্পাপ এক নাবালিকার? উঠছে প্রশ্ন।
Be the first to comment