শিলিগুড়িতে আচমকা অসুস্থ নীতিন গড়কড়ি, চিকিৎসার সমস্ত বন্দোবস্তের নির্দেশ মমতার

Spread the love

সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই আচমকা অসুস্থ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। শিলিগুড়ির অনুষ্ঠানে
বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি ফোর-লেনের রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন গড়কড়ি।
কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পুলিশ সুপারকে তাঁর চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, অনুষ্ঠানে বক্তব্য রাখার শুরু অস্বস্তিবোধ করতে থাকেন নীতিন গড়কড়ি। তড়িঘড়ি মঞ্চ থেকে তাঁকে নামিয়ে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ শুরু হয় প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, সুগার ফল করেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন নীতিন গড়করি। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে সমস্ত কর্মসূচি বাতিল করে তাঁকে দিল্লি ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ি পৌঁছন নীতিন গড়করি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুরের মাঠে সরকারি অনুষ্ঠান ছিল তাঁর। ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত ফোরলেনের রাস্তা। তারই শিলান্যাসে এসেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*