এসএসকেএম হাসপাতালে বড়সড় আগুন, ৯ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Spread the love

পিজি হাসপাতালে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ SSKM হাসপাতালের এমারজেন্সি বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে বলে খবর। ওই বিল্ডিংয়ের দোতলায় সিটি স্ক্যান বিভাগ রয়েছে। সেখানেই আচমকা একটি বিকট আওয়াজ শোনা যায়। তারপরই আগুনের লেলিহান শিখা দেখা যায়। ওই অংশে সিটি স্ক্যানের একাধিক মেশিন সহ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন।

মই নিয়ে দমকলের কর্মীরা এমারজেন্সি বিল্ডিংয়ের পিছন দিক থেকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। যদিও ওই অংশে কোনও রোগী না থাকায় হতাহতের কোনও খবর নেই।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র ফিরহাদ হাকিম। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং আত্মীয়দের মধ্যে। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগে রোগী ভর্তি। কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*