আশার কথা শোনাতে পারছেন না চিকিৎসকরা! ঐন্দ্রিলার পাশে রয়েছেন সব্যসাচী

Spread the love

হার্ট অ্যাটাকের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে আশার কথা শোনাতে পারল না হাসপাতাল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় “ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে। নতুন করে অবনতি হয়নি। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তবে এখনও তিনি কোমায় রয়েছেন।”তবে সবসময়ই পাশে রয়েছেন তাঁর বন্ধু সব্যসাচী ।

২০১৫ সালের জন্মদিনে ঐন্দ্রিলা শর্মা জানতে পারেন তিনি ব্যোন ম্যারো ক্যানসারে আক্রান্ত। এরপর দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় বহরমপুরের বাসিন্দা ছিলেন তিনি। কর্কট রোগের সঙ্গে লড়াইয়ে একাধিক যুদ্ধ করতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু, শারীরিক কষ্টের পাশাপাশি সেই সময় তাঁকে বিস্তর মানসিক কষ্টও পেতে হয়েছিল।সেখানেও সবসময় পাশে ছিলেন সব্যসাচী ।
সেই লড়াই জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ঐন্দ্রিলা। কাজ করা শুরু করেছিলেন মেগা সিরিয়ালে। একাধিক ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। কিন্তু, ২০২১ সালে ফের তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। আবারও লড়াই শুরু করেন অভিনেত্রী। সেই লড়াইও ধীরে ধীরে জয় করে নিচ্ছিলেন তিনি। কিন্তু, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ফের শুরু লড়াই।

বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “অভিনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। রয়েছে কোমায়। নতুন করে কোনও অ্যান্টিবায়োটিকে বদল করা হয়নি। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।” অর্থাৎ হার্ট অ্যাটাকের এক দিন পর তাঁর শারীরিক অবস্থার বিশেষ বদল হয়নি। চিকিৎসকরা বিশেষ আশার কথা শোনাতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*