গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জোর চেষ্টা চলাচ্ছে ইডি। আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে শুক্রবার টানা পাঁচঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।এরপর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানোর আবেদন জানাতে চায় ইডি। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ইডির তিন আধিকারিক।
ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হয়েছেন। রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হবে বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ যা যা তথ্য উঠে এসেছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে দিল্লির আদালতে পৌঁছে তার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা।ওই তথ্যের ভিত্তিতে দিল্লি আদালতের বিচারকের কাছে অনুব্রতকে রাজধানীতে নিয়ে যাওয়ার আবেদন করা হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌঁছে দেন, সেই আবেদন করবেন ইডির আইনজীবী।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে বিমানে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে আধিকারিকদের। সেই অনুমতি পাওয়ার পর দিল্লিতে নিয়ে যেতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত সেই অনুমতি নেওয়া হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তরফে।
Be the first to comment