বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারল কাতার

Spread the love

দীর্ঘ প্রতিক্ষার অবসান। শুরু হল কাতার ২০২২ বিশ্বকাপ। আর শুরুতেই আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ইকুয়েডর। এই জয়ের ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিহাস গড়ে ফেলল ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও আয়োজক দেশ প্রথম ম্যাচে হারেনি। তবে কাতারে সেটাই হল। রবিবার রাতে কাতারকে প্রথম ম্যাচে হারাল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। দুই গোল একাই করলেন তারকা স্ট্রাইকার। বিশ্বকাপের মত মঞ্চে প্রথম ম্যাচেই ২ গোল করে নায়ক তিনি।

ম‍্যাচের শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দক্ষিণ আমেরিকার দল। প্রেসিং ফুটবলে গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল তাঁরা। তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। প্রথমে গোল দিলেই, পরে ভিএআর-এর সাহায্য নিয়ে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করে দেওয়া হয়। তবে গোল বাতিল হলেও, পরবর্তী গোল পেতে খুব বেশি দেরি হয়নি ইকুয়েডরের। ১৬ মিনিটে সেই ভ্যালেন্সিয়ার গোলেই এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের অধিনায়ক। তাঁকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন কাতার গোলরক্ষক সাদ আল সীব। হলুদ কার্ডও দেখেতে হয় তাঁকে। স্পট কিক থেকে কাতার বিশ্বকাপের প্রথম গোল করতে ভুল করেননি ইকুয়েডর স্ট্রাইকার। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় গোল সেই ভ্যালেন্সিয়ার। ডানদিক থেকে রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর ক্রস থেকে বিনা বাধায় হেড করে যান ভ্যালেন্সিয়া। পাল্টা আক্রমণ চালায় আয়োজক দেশ। প্রথমার্ধের শেষদিকে সহজ গোল হাতছাড়া করে কাতার। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আয়োজক দেশ কাতার। গোলের চেষ্টাও করে তারা। তবে ইকুয়েডরের রক্ষণ টপকে গোলের মুখ খুলতে পারেনি কাতার। শেষদিকে কিছুটা সুযোগ তৈরি করেছিল কাতার, তবে গোল করতে পারেননি মহম্মদ মুন্দারি। তাঁর শট বার উচিয়ে বাইরে চলে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*