শীতকালীন অধিবেশনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি পরিষদীয় দল।যদিও তা খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিধানসভার কক্ষে শুরু হয় হৈ হট্টগোল।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ছাড়েন বিজেপি বিধায়করা।যার ফলে শীতকালীন অধিবেশন ব্যাহত হয়।
সোমবার আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং দ্রৌপদী মুর্মুর স্টিকার জামায় সেঁটে বিধানসভা কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। সেখানে পৌঁছেই তাঁরা বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন। পাশাপাশি মন্ত্রী অখিলকে পদ থেকে অপসারণের দাবিতেও সোচ্চার হন বিজেপি বিধায়করা।মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার পর বিজেপি বিধায়কদের এক এক করে বিধানসভা থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রাষ্ট্রপতি সকলের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করে সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা হানি করা হয়েছে। এরই প্রতিবাদে এই মুলতুবি প্রস্তাব।
অন্যদিকে, বিজেপি বিধায়কদের এহেন আচরণে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, শুধুমাত্র আদিবাসীদের পোষাক পরলেই তাদের সম্মান জানানো হয় না। তাদেরকে সম্মান জানাতেও শিখতে হয়। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত।
Be the first to comment